বেদানা ও ডালিমের পুষ্টিগুণ


আমাকে চেনেন তো? আমি বেদানা আমার জন্ম ইরানে আমাকে ইংরেজরা হাজার বীজের আপেল ও বলে থাকেন।আর আমি যে খুব প্রিয় আপনার কাছে।সেটা জানতে আমার আর বাকি নাই।চলুন জেনে নেই আমি বেদানা আমাকে খেয়ে আপনার উপকার কি ।

আসুন জেনে নেই বেদানা নিয়ে গবেষকদের মতামত কি মানে উপকার কি। বিজ্ঞানী অনেক টাই নিশ্চিত যে বেদানা খেলে আপনার বি পি কমবে।বেদানা খেলে আপনার হৃদপিন্ডের রক্ত প্রবাহ বারে।বেদানা মিষ্টি লাল রস আপনাকে হৃদয়বান করবে।দাখা যায় আমাদের অনেকেরই দাঁতের প্ল্যাক খুব বড় সমস্যা। অর্থাৎ বেদানা খেলে দাঁতের প্ল্যাক কমে।



আপনি নিয়মিত বেদানা খেলে ব্লাড সুগার ও কমে।কিডনি সুস্থ থাকে মাংস পেশি শক্তি শালি হয়। বেদানা খেলে ছেলেদের মূত্রথলির ক্যান্সার ও মেয়েদের বেষ্ট ক্যান্সার পতিরোধ করে।আপনি যদি বাতের ব্যাথায় কস্ট পেয়ে থাকেন তাহলে বেদানা খেতে পারেন।তাহলে ব্যাথ বাথার উপশম খটবে ইনশাআল্লাহ। বেদানা খেলে রোগ পতিরোধ ক্ষমতা বারে।বেদানা নিয়মিত খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়।

এক নজরেঃ ডালিম ও বেদানার পুষ্টিগু 

হজমে সহায়তা করে কোষের পূর্ণরূপ জীবন
হৃদরোগের ঝুঁকি কমায়।
ত্বকের মৃত অংশ দূর করে।
কোলাজেন গঠনে সহায়।
শরীরে সজীবতা ধরে রাখে।
ক্যান্সার প্রতিরোধ সহায়ক।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।
ত্বকের সজীবতা ধরে রাখতে সাহায্য করে।।
শরীর থেকে বয়সের ছাপ দূর করে।
ফুসফুস ভালো রাখে।
প্রচুর পরিমাণ আয়রন থাকে।
ফলিক এসিড থাকে।
ভিটামিন কে যুক্ত ফল।

ফাইবার পটাশিয়াম ম্যাগনেসিয়াম থাকে যা গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে ও পেট পরিষ্কার রাখে।
প্রচুর পরিমাণ ভিটামিন এ ও ভিটামিন সি থাকে চুলের ধাতের উন্নতি ঘটায় এবং দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়।
হার ও মাংসপেশির ব্যথা কমায় এবং শরীর ঠান্ডা রাখে।
কিডনি থেকে দূষিত পদার্থ বের করে।
কিডনির পাথরের সমস্যা থেকে মুক্তি দেয়।
গর্ভবতীদের শারীরিক দুর্বলতা দুর করে।

যে চার জন বেক্তির বেদানা ও ডালিম খাওয়া উচিৎ নয়

বেদানা ও ডালিম এই ফল অধিকাংশ মানুষের স্বাস্থ্যকর ও নানান রোগকে দূরে রাখতে সাহায্য করে এই ফল।শুধু তাই নয় দেহে শক্তি সরবরাহ ও অতন্ত উপকারি ফল ডালিম ও বেদানা। সম্ভবত ডক্টর রা এই জন্য রোগিদের ফল খাওয়ার পরামর্শ দেন। যেমন লাল হয় তামন স্বাদে ও অতুলনীয়।


downloadদৈনিন দিন অনেকেই খাবার তালিকায় বেদানা ও রস যোগ করেন। কিন্তু বেদানা ও ডালিমের পুষ্টি থাকা স্বত্বে ও কিছু ক্ষেত্রে মারাত্মক হতে পারে। যদি এই চার জন বেক্তি যদি এই ফল খান তহলে বিষ পানের সমতুল্য হবে। শুধু তাই নয় এই ফল নিয়মিত খেলে এই সব মানুষের জীবনের ঝুঁকি দিগুণ বাড়িয়ে তুলে।তাই কোন চার জন লোকের এই ফল খাওয়া একেবারেই উচিত নয়।
যাদের রক্ত চাপ যুক্ত লোক। আজকের প্রজন্মের বেশির ভাগ লোক ই রক্ত চাপের মতো মারাত্মক রোগে আক্রান্ত।যে সব লোকের রক্ত চাপ দাখা যাই তাদের জন্য ডালিম বা বেদানা আশিবাদ চেয়ে কনো অংশে কম কিছু নয়।কিন্তু আপনি যদি কম রক্ত চাপ জনিত রোগ আক্রান্ত হয়ে থাকেন অর্থাৎ আপনার ব্লাড প্রেশার কম হয়ে থাকে তাহলে এই ফল আপনার জন্য মারাত্মক ক্ষতিকর।

আপনার যদি ধূলা বালি ও মাটি প্রবভুতি এলার্জি থাকে ও যে সব লোখের Hg অর্থাৎ মানসিক রোগে আক্রান্ত এবং নিয়মিত ওষুধ সেবন করে থাকেন। বেদানা ও ডালিম সাধারণত ঠান্ডা হয়ে থাকে তাই যাদের সর্দি-কাশি জ্বর কোষ্ঠকাঠিন্য তাদের জন্য ডালিম ও বেদানা একদব খাওয়া ঠিক হবেনা। অন্যথায় আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ওয়েভারগোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url